সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

লালপুরে কঠোর লকডাউন নয় জনকে জরিমানা। 

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
লালপুরে কঠোর লকডাউন নয় জনকে জরিমানা।
মোঃনুহুউল্লাহ লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে আজ  ২৩জুলাই ২০২১ইং তারিখে লালপুর উপজেলার বিভিন্ন স্থানে বিধিনিষেধ প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকারি আদেশ প্রতিপালন না করায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ০৯ টি মামলায় ৩১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
শুক্রবার (২৩জুলাই ) সকাল ১১ টার দিকে উপজেলা এলাকায় বাজার সহ বিভিন্ন মোড়ে মাস্ক না থাকায় অভিযান চালিয়ে ৯ জনকে মোট (৩১০০)  শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী মেজিস্ট্রেট শাম্মী আক্তার এর ভ্রাম্যমান আদালত।
এছাড়া উপজেলা বিভিন্ন মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে লকডাউন ফলপ্রসূ করার উদ্দেশ্যে মাক্সবিহীন বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করছেন এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে-কোন গন্তব্যে যাচ্ছে উত্তর ফলপ্রসূ না হলে তাদেরকে বাসার উদ্দেশ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অতিজরুরি পন্য ঔষধের দোকান, কাঁচাপন্য, মুদি দোকান ব্যাতীত সকল দোকান বন্ধ থাকতে দেখা গেছে । বিশেষ লকডাউনে সাধারণ মানুষের আনাগোনাও ছিলো কম।এছাড়া সেনাবাহিনী,বিজিবি,পুলিশ সহ আনসার বাহিনীর টহল দেখা গেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাম্মী আক্তার বলেন,
করোনা পরিস্থিতিতে সবাইকে বিধিনিষেধ আরোপ মেনে চলতে হবে। তিনি আরো বলেন,যে ব্যক্তি এ বিধি-নিষেধ আরোপ ও স্বাস্থ্য বিধি ভঙ্গ করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ও মাক্স ব্যবহার করার জন্য সকল মানুষকে আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102