চাটখিলে ইয়াবা কারবারি ও ওয়ারেন্টভূক্ত আসামী আটক।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীল চাটখিলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত মো.খোকন (৩২) চাটখিল পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের পালোয়ান বাড়ির মৃত আলী আজ্জম ছেলে।
শুক্রবার (১৬ই জুলাই) ভোর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে দুই হাজার ১০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় , আটককৃত খোকন টেকনাফ থেকে ইয়াবা এনে খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করেন। এলাকাবাসী আরো জানান
অপরদিকে অভিযানে, ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মিজানুর রহমানকে (৪৫) আটক করেছে পুলিশ। সে উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়ার দল্যু বেপারী বাড়ীর মৃত আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে শোশালিয়া গ্রাম থেকে আটক করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।