কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, থানায় মামলা।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীল হাতিয়াতে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধ মামলা হয়েছে।
অভিযুক্ত মো.জাকের হোসেন সুমন (২০) উপজেলার চরঈশ্বর ২নম্বর ওয়াডের্র জাকের হোসেনের ছেলে।
গতকাল মঙ্গলবার ( ১৩ জুলাই) দুপুরে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এর আগে, গত সোমবার (১২ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে হাতিয়া থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্র জানায়, গত (৮জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সুমন ওই কিশোরীদের ঘরের সামনে যায়। ওই সময় সে কৌশলে ওই কিশোরীকে দিয়ে ঘরের দরজা খুলে। একপর্যায়ে ঘরের ভিতরে গিয়ে বিয়ের প্রলোভনে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে সুমন। অভিযোগে বলা করা হয় এর আগেও সুমন একই প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।