মোঃ ইউসুফ খাঁন, ইয়াস- নীলফামারীঃ করোনার টিকা সম্পর্কিত জনগনের নেতিবাচক ধারনাকে নিরুৎসাহিত করে ইতিবাচক দিক তুলে ধরে সার্বিক পরামর্শক্রমে বিভিন্ন এলাকার চল্লিশোর্ধ নারী- পুরুষকে করোনার টিকা নিতে সরকারের পাশাপাশি প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কাজ করছেন নীলফামারী কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠনটি টিকাদান কর্মসূচিকে সহজীকরণ করার লক্ষ্যে মাঠ পর্যায়ে গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে বিভিন্ন এলাকার বয়োজ্যেষ্ঠদের উপজেলাস্থ নিজ কার্যালয়সহ স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভোটার আইডি কার্ডের মাধ্যমে ফ্রী রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করা হচ্ছে।গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংস্থাটির সহয়তায় প্রায় শতাধিক নারী-পুরুষ টিকা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা.মোঃ জাহাঙ্গীর কবির, এপি’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং, প্রোগ্রাম অফিসার শ্যামল মন্ডল, মিন্টু বিশ্বাস, সানজিদা আনছারী,মনিদিও প্রমুখ। টিকা নিতে আসা উ: দুড়াকুটি গ্রামের তপুর আলী জানান, সংশয় হীন ভাবে সবেমাত্র টিকা নিলাম। কোন সমস্যা হয়নি।
এ ব্যাপারে এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং জানান, করোনার টিকা প্রদানে জনগণকে উৎসাহিত করণে সকল কর্মকর্তা-কর্মচারী মাঠ পর্যায়ে কাজ করছেন। এ প্রচার প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান।