আসলাম হোসেন, ইয়াস- পরিদর্শক, মির্জাগঞ্জঃ মির্জাগঞ্জের নবগঠিত ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মির্জাগঞ্জ উপজেলার সকল ইউনিট ও মির্জাগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (১৪ই ফেব্রুয়ারি) বিকালে মিছিলটি উপজেলা চত্বর থেকে মেইন সড়ক দিয়া সুবিদখালী সরকারি কলেজ মূল গেট পর্যন্ত প্রদক্ষিণ করে।
এই মিছিলে মির্জাগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল ও বর্তমান ছাত্রলীগ সভাপতি খায়রুল আলম শাহিন সম্পাদক ইমরান হাওলাদার ,সহ-সভাপতি শাকিল হোসেন শায়েক। সাংগঠনিক সম্পাদক রাকিব ফরাজী ছাড়াও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা মিছিলে অংশ নেন ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, ‘এই ছাত্রলীগ জয় এবং লেখক দাদার ছাত্রলীগ । তাই তারা যাদের উপজেলা কমিটিতে স্থান দিয়েছেন তারাই চূড়ান্ত। এর বিপরীতে কোনো কথা হতে পারে না।
পটুয়াখালীর কন্ঠ/আসলাম/আরএইচএস