মোঃ নাজমুল হুদা, ইয়াস – ভ্রাম্যমাণ ক্রাইম তদন্ত পরিদর্শক, রংপুর জেলাঃ রংপুর জেলার পীরগাছা উপজেলার ৯ নং কান্দি ইউনিয়নের শীতার্ত ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কান্দির হাট স্কুল এন্ড কলেজের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা।
বুধবার(২০ জানুয়ারি) সকাল ১১ কান্দির হাট স্কুল এন্ড কলেজ চত্বরে ‘শীতার্তদের পাশে কম্বল বিরতণ করেন তারা।
আয়োজকরা জানান, শীতার্তদের সাহায্যার্থে কান্দির হাট স্কুল এন্ড কলেজের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ১৭৯ টি কম্বল ক্রয় করে আশপাশের গরীব ও সুবিধা বঞ্ছিত নারী ও শিশু দের মাঝে বিতরণ করে
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দির হাট স্কুল এন্ড কলেজের সদ্য অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের মন্ডল (সুজা), সভাপতিত্ব করেন কান্দির হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান (সানা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দির হাট স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণ কুমার সরকার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দির হাট স্কুল এন্ড কলেজের সকল সহকারী শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
কম্বল বিতরণের সময় কান্দির হাট স্কুল এন্ড কলেজের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা মোঃ মশিউর রহমান (দুলাল) , মোঃ আহসান হাবিব (বাবু) , মোঃ সৈয়দ নাসির আহমেদ (পরাগ) , মোঃ মঞ্জুরুল ইসলাম (মঞ্জু) , মোঃ আন্জু মিয়া, মোঃ জাহিদুল ইসলাম , মোঃ মুকুল মিয়া সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ,
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সময় ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ নাসির আহমেদ (পরাগ) আলোকিত স্বপ্নের বিডি’কে জানায় ভবিষ্যতে তাদের সমাজসেবা মূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ,
এবং সব সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে তারা থাকবে ।