মোঃ মিঠু হাসান, নওগাঁ থেকেঃ নওগাঁর বদলগাছি থানার উপ পরিদর্শক আরিফুল ইসলাম গত ১৭/০১/২১ খ্রিঃ রাত ১০: ৩০ মিনিটে খুশি আক্তার (১৮) সাথে কদমগাছি গ্রামে পুলিশ কন্সটেবল ফারুক রাব্বির ফাকা বাড়িতে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে এসআই আরিফুল সহ খুশি আক্তার কে গ্রামবাসি আটক করে।ঘটনাটি ঘটে থানার কদমগাছি নামক গ্রামে।
তথ্য সংগ্রহকালে কদমগাছি গ্রামের মো মিজানুর রহমান অনু(৩৫) বলেন, খুশি আক্তার জামালগন্জ গ্রামের মো হাফিজুল ইসলামের মেয়ে,আমি রাত ১০:৩০মি: কদমগাছি হাইস্কুলের রাস্তার পাশে আমার রাইচ মিল দেখতে যাওয়ার পথে পুলিশ কন্সটেবল ফারুক রাব্বির ফাকা বাড়ি হতে অপরিচিত নারী পুরুষের গলার আওয়াজ পাই। আমার মনে সন্দেহ হয় যে,ফারুক রাব্বি বাসায় থাকে না,তাহলে তার বাসায় কে? তখন গ্রামের কিছু জনগনকে সাথে নিয়ে ফারুকের ফাকা বাড়িতে গিয়ে দেখি বদলগাছি থানার এসআই আরিফুল ইসলাম এবং খুশি ঘর থেকে বাহির হয় আমরা এসআই আরিফুল কে জিজ্ঞাসা করলে বলে, খুশি আমার বিবাহিত স্ত্রী।
বিবাহের কাগজ পত্র দেখতে চাইলে আরিফুল বলে কাগজপত্র এসআই কামরুল কে আনার জন্য বলছি।তখন গ্রামবাসি থানায় এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম কে খবর দেয়।ঘটনাস্থলে এসআই কামরুল সংগীয় ফোর্স এবং চেয়ারম্যান আঃ সালাম উপস্থিত হলে ও তাদের কাছে বিবাহের কোনো কাগজ পত্র দেখাতে পারেনি এসআই আরিফুল ইসলাম। তখন স্থানীয় চেয়ারম্যান এবং এসআই কামরুল ক্ষিপ্ত গ্রামবাসিকে নিয়ন্ত্রণ করে এসআই আরিফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এসআই আরিফুল সহ খুশি আক্তার কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে এস আই আরিফুলের সাথে মুঠোফোনে মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেন নি। এসআই কামরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন,প্রেমজনিত বিষয়, এবিষয়ে আলফা টু এবং আলফা ওয়ান তথ্য সংগ্রহ করছে। ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান আঃ সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পরকীয়া করতে এসে গিয়ে গ্রামবাসির নিকট এসআই আরিফুল আটক হোন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্য চৌধুরী জোবায়ের আহমদ সত্যতা স্বীকার করে বলেন,প্রেম জনিত বিষয় এ বিষয়ে মেয়ের বাবা মা অভিযোগ করলে আমরা প্রসাশনিক ব্যবস্থা নিব।এবং এ বিষয়ে পুলিশ সুপার মহোদয় আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন,এসআই আরিফুল ইসলাম কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।এবং তদন্ত টিম গঠন করা হয়েছে,তদন্ত শেষে অভিযোগ প্রমানিত হলে,এসআই আরিফুল ইসলামের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে।