লালমনিরহাটে “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা’র পক্ষ থেকে আটা ও খাবার বিতারন করা হয়।
বুধবার (১৩ই জানুয়ারী) এনভায়রনমেন্ট এওয়ারনেস এন্ড হিউম্যানেটি সোসাইটি (ইয়াস) লালমনিরহাট জেলা অফিসের পক্ষ থেকে ১২০ টি পরিবার কে দুই কেজি করে আটা ও শুকনা খাবার এবং কাকিনা বাজার হাফিজিয়া মাদ্রাসায় শুকনা খাবার ও মাক্স বিতারন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা’র লালমনিরহাট জেলা পরিদর্শক মোঃ আরিফুজ্জামান সহ “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা’র লালমনিরহাট জেলা শাখার সদস্যরা।