মোঃ নাজমুল হুদা, ইয়াস – ভ্রাম্যমাণ ক্রাইম তদন্ত পরিদর্শক, রংপুর জেলাঃ রংপুরে মোটরসাইকেলে অভিনব কায়দায় বহনকৃত ২৫ বোতল ফেন্সিডিল সহ ০২ জন গ্রেফতার।
সোমবার (১১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন এর গোয়েন্দা বিভাগ (ডিবি) আরপিএমপি হারাগাছ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় হারাগাছ থানাধীন ০৭ নং ওয়ার্ডস্থ চওরাড় হাট বেনুঘাট মিয়াজিপাড়া , শাহীন মিয়া ওরফে (হাতকাটা শাহীন ) এর বসত বাড়ীর বাহির আঙ্গিনার উপর থেকে ০১ টি সাদা ব্লু-রংয়ের গ্লামার ১২৫ সিসি মোটর সাইকেল এবং মোটর সাইকেল এর সিটের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত ২৫ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল জব্দসহ (১) মোঃ কামাল হোসেন (৩৭), পিতা- মৃত- মোজাফ্ফর, মাতা- মৃত কহিনুর বেগম, সাং-জয়দেব কাগজি পাড়া, ইউনিয়ন গজঘন্টা, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুর এবং (২) মোঃ শাহীন ওরফে(হাতকাটা শাহীন(২৫), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- মোছাঃ মমতাজ বেগম, সাং- বেনুঘাট চওরার হাট মিয়াজি পাড়া, ওয়ার্ড নং- ৭, থানা- হারাগাছ, আরপিএমপি, রংপুর’কে গ্রেফতার করা হয়।
০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন এর গোয়েন্দা বিভাগ ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হারাগাছ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।