পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি এলাকায় ধর্ষণের চেষ্টার অভিযোগে রোববার রাতে মুজাহিদ (২০) নামের এক তৈরি পোশাক কর্মীকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মুজাহিদ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার রোহিতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ,এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাইনকিনি এলাকায় জজ মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন। ওই বাড়ির অপর ভাড়াটিয়া এক নারীকে জোড়পূর্বক ধরে নিয়ে চারতলা বিল্ডিং এর ছাদে ধর্ষণের চেষ্টা করে। পরে সেই নারীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে কৌশলে মুজাহিদ পালিয়ে যায়। এই ঘটনায় রোববার রাতেই নারীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই কালিয়াকৈর থানা পুলিশ রাতেই ডাইনকিনি গ্রাম থেকে মুজাহিদকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মুজাহিদকে সোমবার দুপুরে ধর্ষণের মামলা দিয়ে গাজীপুর জেলহাজতে প্রেরণ করেছেন।
কালিয়াকৈর থানার পুলিশের এসআই ভজন চন্দ্র জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে মুজাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।