সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

‘জামায়াতের এমন কিছু বলা উচিত না, যেটা তাদের ইমানকে পরীক্ষায় ফেলে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আল্লাহ দম্ভ ও অহংকার পছন্দ করেন না। এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা দলের কর্মীদের ইমান পর্যন্ত পরীক্ষায় ফেলে।

রোববার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘জামায়াতের কয়েকজন নেতা প্রকাশ্যে বলেছেন, ঢাকায় একটি আসনও কাউকে দেওয়া হবে না। তিনি প্রশ্ন তুলে বলেন, আসন দেওয়ার মালিক কে? মালিক তো আল্লাহ। কে কোন ক্ষমতায় বলে যে ঢাকায় আর কেউ জিতবে না? তিনি আরও বলেন, নির্বাচন একটি অনিশ্চিত প্রক্রিয়া, এখানে শেষ সিদ্ধান্ত জনগণের সমর্থন ও আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে।’

তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালে বিএনপি ঢাকায় সব আসনে জয়লাভ করলেও কখনো বলেনি যে অন্য কেউ কোনো আসন পাবে না। ‘তাহলে যারা কোনোদিন ঢাকায় আসন পায়নি, তারা কীভাবে এমন কথা বলে?’ যোগ করেন তিনি।

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই। কোথাও বলা হয়নি, সেই পরিত্যাগ বিদেশি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কি না, তা প্রমাণ করতে হবে। একইভাবে আরপিও অনুযায়ী হলফনামায় শুধু দ্বৈত নাগরিকত্ব আছে কি না সেটিই জানতে চাওয়া হয়।

পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ব্যালট পেপারের ভাঁজে এমনভাবে প্রতীক বসানো হয়েছে, যাতে ধানের শীষ আড়ালে পড়ে যায়। বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় তোলা হলে তারা দায় স্বীকার না করে এটিকে দাপ্তরিক ভুল বলে উল্লেখ করেছে।

আলোচনার শেষ পর্যায়ে নজরুল ইসলাম খান বলেন, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে জনগণের আস্থা ও নেতৃত্ব জরুরি। দুর্যোগপূর্ণ সময়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের ওপর মানুষ আস্থা রেখেছে। তিনি বলেন, এই আস্থার জায়গা থেকেই আবার দেশ গড়ার সংগ্রাম চালিয়ে যেতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102