বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

বাংলদশে-ভারত সীমান্তে অনানুষ্ঠানকি বাণজ্যি হ্রাসে বর্ডার হাট এর ভূমিকা বিষয়ে “স্থানীয় র্পযায়ে অংশগ্রহণকারীদরে পরার্মশ গ্রহণ ও সচেতনতা ” তৈরির জন্য অনলাইন আলোচনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক:

আজ ১১ জানুয়ারি ২০২১, সোমবার সকাল ১১:০০ টায় সভাকক্ষ, বুড়িমারী ইউনিয়ন পরিষদ , পাটগ্রাম, লালমনরিহাট-এ “স্থানীয় পর্যায়ে অংশগ্রহণকারীদরে পরার্মশ গ্রহণ ও সচতেনতা” তৈরির জন্য অনলাইন আলোচনা সভা গবষেণা প্রতষ্ঠিান উন্নয়ন সমন্বয়, ঢাকা ও CUTS International এর পৃষ্ঠপোষকতায় জুম মিটিং এর মাধ্যমে অনুষ্ঠতি হয়। উক্ত অনলাইন মিটিং এ বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান জনাব, আবু সাইদ নেওয়াজ নিশাত রহমান , ড. মাহবুব হাসান,সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ,উন্নয়ন সমন্বয়, ঢাকা, মোঃ মাসুদুর রহমান মাসুম , সচীব, বুড়িমারী ইউপি ,মোছাঃ মেরিনা আক্তার , সংরক্ষতি মহিলা সদস্য , বুড়িমারী ইউপি ও স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থতি ছিলেন

র্বডার হাট হচ্ছে বাংলাদশেরে ও ভারতে র্বডার থেকে ৫ কি.মি এর মধ্যে বসবাসকারি মানুষরে জন্য একটি বাজার। এ ধরনরে বাজার হয় সীমান্তে শুন্য রেখায়। প্রত্যকে ক্রেতা উক্ত বাজার থেকে ২০০ ডলার সম মূল্যরে পণ্য কিনতে পারবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102