সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আরেকটা গণ-আন্দোলন হবে : মঞ্জু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাতে তিনি নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। বিএনপি চাইলে নির্বাচন অর্ধেক সুষ্ঠু হবে—এমন মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে বিএনপি চেয়ারম্যানের হস্তক্ষেপ করা উচিত। তিনি আরও বলেন, অনেক জায়গায় আচরণবিধি মানা হচ্ছে না এবং রিটার্নিং কর্মকর্তারা আদেশ প্রতিপালন করছেন না।

লোকাল ফান্ড ম্যানেজ করে হলেও সব বুথে সিসি ক্যামেরা বসাতে হবে, নইলে ভালো নির্বাচন সম্ভব নয়। ইসি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল। এত রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ও কলঙ্কিত হবে। অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানান তিনি। গ্রহণযোগ্য নির্বাচন না হলে আবারও একটি গণ-আন্দোলন রচিত হতে পারে বলে সতর্ক করেন।

বিশেষ করে ফেনীর বিভিন্ন আসন এবং বরিশাল-৩ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানোর বিষয়টি তুলে ধরেন তিনি। মঞ্জু সিইসিকে জানান, ফেনীতে ১০ দলীয় প্রার্থীদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ভোটকেন্দ্রে না যেতে বলা হচ্ছে এবং মারার হুমকিও দেওয়া হচ্ছে। এ ছাড়া ফেনী-১ আসনে বিএনপির প্রার্থীর লোকজন দলীয় সমাবেশে আসতে সাধারণ ভোটারদের চাপ দিচ্ছে এবং ১০ দলের কর্মীদের বাধা দিচ্ছে বলেও সিইসিকে জানান তিনি। তিনি বলেন, প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে, বিধিমালা ভেঙে অসংখ্য রঙিন বিলবোর্ড টাঙানো হয়েছে, ভোটারদের নানা প্রলোভন দেখানো হচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

মঞ্জু বলেন, বরিশাল-৩ আসনে জনপ্রিয় প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের প্রচারণায় দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এখনো তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপের জন্য সিইসির প্রতি আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা না গেলে নির্বাচন আয়োজন অর্থহীন হয়ে পড়বে। কাঙ্ক্ষিত পরিবেশ না পেলে আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দেন মজিবুর রহমান মঞ্জু।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা জানান মঞ্জু। এ সময় তার সঙ্গে ছিলেন দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসাইন এবং এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্লাহ টুটুল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102