ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে কঠোর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা কারো সঙ্গে অযথা বিরোধে যেতে চাই না।’ তবে তাকে উসকানি দিলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি অতীত রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, তারা শুধু প্রতীকী লড়াই করেননি, বরং ক্ষমতার কেন্দ্র পর্যন্ত প্রতিপক্ষকে পিছু হটতে বাধ্য করেছেন।
মির্জা আব্বাসকে লক্ষ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফপ্যান্ট খুলে দিইনি, তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাংকিপাংকি করবেন না।’
বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘আমাদের প্রতিপক্ষরা অর্থ ও পেশিশক্তির ওপর ভর করে মাঠে নেমেছে।’ নাসীরুদ্দীনের দাবি, এলাকাজুড়ে লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে লোকজন ঘোরাফেরা করছে, এমনকি গুলিস্তানে এসব সামগ্রী সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে তিনি ‘খেলা হবে’ বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বলেন, ভয় দেখিয়ে বা সহিংসতা চালিয়ে এই আসন দখল করা যাবে না। একজন কর্মী নিহত হলেও আরও বহু কর্মী এই আসনে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।
বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, অতীতে দলটির অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হলেও বর্তমান নেতৃত্ব তাদের কথা ভুলে গেছে। বরং যাদের বিরুদ্ধে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে, তাদেরই বিদেশ থেকে এনে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব সিদ্ধান্তের পরিণতি দলটিকে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন।
নিজের বিরুদ্ধে শুধু নেতিবাচক বক্তব্য দেওয়ার অভিযোগ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তিনি জানান, তার রাজনীতির ইতিবাচক দিক হলো—চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান। এসব অপশক্তির কারণে যেন আর কোনো নিরীহ মানুষ প্রাণ না হারায়, সেই লক্ষ্যেই তাদের রাজনৈতিক লড়াই চলছে বলে জানান তিনি।