পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের গাজীপুর সদর রেল ক্রসিং এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর মেট্রো পুলিশ। নিহতের নাম শাহীনুর (৪৫) সে পুর্ব চান্দনা এলাকায় ভাড়া থাকতো বলে জানা যায়।
গাজীপুর মেট্রো সদর থানার (এসআই) মোহাম্মদ আরিফ হোসেন জানান, সকালে সদর রেল ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তার বয়স আনুমানিক ৪৫ বছর, পরণে লাল-নীল- প্রিন্টের কামিজ এবং লাল সালোয়ার রয়েছে।