রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

জামায়াত জোটে যোগ দিচ্ছে লেবার পার্টি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক জোটের চিত্রে নতুন ধারা দেখা দিয়েছে। জুলাই আন্দোলনের পর গঠিত ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ জোটে আকস্মিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ায় আসন সমঝোতার জোটটি ১০ দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়।

সম্প্রতি জানা গেছে, জামায়াত নেতৃত্বাধীন এই ১০ দলীয় জোটে এবার যুক্ত হচ্ছে ড. মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। ফলে জোট আবারও ১১ দলের আকারে পুনর্গঠন হওয়ার পথে। জামায়াতে ইসলামের শীর্ষ দুই নেতা বক্তব্যে বিষয়টি নিশ্চিত হয়েছে।

এ ছাড়া লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘কথাবার্তা চলছে। আমি নিজে নির্বাচনে অংশগ্রহণ করছি না, তবে আমাদের দলের ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন সমঝোতা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে কথা হচ্ছে যে, আমরা ১০ দলীয় জোটে যুক্ত হতে পারি।’

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে নতুন আলোচনা শুরু হয়। ৫ আগস্টে শীর্ষ নেতারা একমত হন যে, ইসলামপন্থি দলগুলো একত্র হয়ে নির্বাচন করবে। পরবর্তীতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দল নিয়ে আসন সমঝোতার উদ্যোগ শুরু হয়। এই আট দলের মধ্যে ছিল :

বাংলাদেশ খেলাফত মজলিস

খেলাফত মজলিস

নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ খেলাফত আন্দোলন

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ইসলামী আন্দোলন বাংলাদেশ

এরপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যুক্ত হলে তা ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যাওয়ায় আসন সমঝোতার জোট ১০ দলের মধ্যে সীমাবদ্ধ হয়।

১০ দলীয় জোটের নেতৃত্ব এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতে। তবে ইসলামী আন্দোলনের স্থলাভিষিক্ত হিসেবে লেবার পার্টি যুক্ত হওয়ার প্রস্তুতি চলছে। জামায়াতের সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, ‘আজ দুটি ধারায় বিভক্ত হয়েছে পুরো জাতি। তবে আমাদের ১০ দলীয় জোটে অন্তত একটি দল যোগ দিতে চলেছে। ফলে আবার ১১ দলীয় জোট গঠনের সম্ভাবনা তৈরি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রচার শুরু হয়ে গেছে। আসন সমঝোতা এখনই চূড়ান্ত করা সম্ভব নয়, তবে ভিন্ন কৌশল ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এটি সম্ভব হবে। যারা এ বিষয়ে অপেক্ষা করছেন, তারা খুব শিগগিরই বিস্তারিত জানতে পারবেন।’

নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ। মনোনয়নপত্র দাখিল, বাছাই, বাতিল ও আপিল প্রক্রিয়া শেষ হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত চলবে।

এবারের নির্বাচনে মোট প্রার্থী প্রায় দুই হাজার। প্রধান প্রতিদ্বন্দ্বিতা দুই বড় রাজনৈতিক শিবিরের মধ্যে। একদিকে আছে বিএনপি ও তাদের জোটসঙ্গী দলগুলো, অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় (এখন ১১ দলীয় হওয়ার পথে) নির্বাচনি ঐক্য।

যদিও প্রচারের সময় শীর্ষ নেতা সরাসরি লেবার পার্টির নাম উল্লেখ করেননি। তবে জানা গেছে, লেবার পার্টিই নতুন দল হিসেবে জোটে যুক্ত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক মহলে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102