শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র সঙ্গে নিতে হবে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশ করেছে।

জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এই মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত সনদ ও কাগজপত্র জমা দিতে হবে।

পদের নাম

সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়

মৌখিক পরীক্ষার সময়সূচি

২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি

প্রার্থীদের সঙ্গে আনতে হবে যে কাগজপত্রসমূহ

১. অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি।

২. আবেদনের কপি।

৩. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।

৪. জাতীয় পরিচয়পত্র।

৫. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।

৬. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট ও সম্পর্ক সনদের সত্যায়িত কপি।

৭. শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ।

৮. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত পরিচিতি সনদ।

সব শিক্ষাগত যোগ্যতার সনদসহ উপরের কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এছাড়া, ২৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিজ জেলার প্রাথমিক শিক্ষা অফিসে কাগজপত্র জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে।

মৌখিক পরীক্ষার সঠিক তারিখ ও সময়সূচি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। প্রার্থীদের নির্দেশনা অনুযায়ী সময়মতো উপস্থিত থাকা জরুরি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102