ঢাকা সেন্টাল ইউনিভার্সিটির অধীনে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. টিপু সুলতান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় টিপু সুলতান বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা যাতে খেলাধুলায় আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারে, সেই লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।’
তিনি আরও বলেন, তিতুমীর কলেজ ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি ও কল্যাণমূলক কার্যক্রমে ছাত্রদল সোচ্চার ভূমিকা পালন করবে।
উপহারপ্রাপ্ত শিক্ষার্থী জাহিদ হাসান জিকু ও নাহিদ ইসলাম এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছাত্রদলের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং কলেজের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলবে।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষাংশে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।