পটুয়াখালীর বাউফলে গাজীপুর ভাওয়াল সরকারি কলেজের এম এ প্রথম বর্ষের শিক্ষার্থী খন্দকার রাশেদুল হাসান শাওন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেন উপজেলা ও পৌর ছাত্রদল।
রবিবার (৩০ আগষ্ট) বিকাল ৪টার দিকে উপজেলার বাউফল সরকারি কলেজর সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে শতাধিক ছাত্রদল নেতা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম জুরন, সাধারণ সম্পাদক খন্দকার আহসান মিয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান (শিমুল, উপজেলা ছাত্রদল সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহিন রেজা, বাউফল উপজেলা ছাত্রদল নেতা রেজাউল করিম (রেজা), আবদুল্লাহ আল ফাহাদ, রাকিবুল ইসলাম মৃধা সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ।
মানববন্ধনে বক্তারা বলেন,’ খুনি রাজিব একজন পেশারদার সন্ত্রাসী। একাধিক হত্যা মামলার আসামী। রাজিব নিজেকে মেন্টাল পরিচয় দিয়ে পূর্বের মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে শাওনকে নির্মমভাবে হত্যা করে।
এসময় বক্তারা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার দাবী করেন।
উল্লেখ্য, গত ২৪ আগষ্ট সকালে বিলবিলাস -মদনপুরা ব্রিজের পাশে খন্দকর রাশেদুল হাসান শাওনকে কুপিয়ে হত্যা করে রাজিব রাজা। ওই দিনই পুলিশ ঘাতক রাজিবকে গ্রেফতার করে।
এএসবিডি/আরএইচএস