ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন টিমের সঙ্গে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বৈঠকের শুরুতেই সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্যসচিব আতিক শাহরিয়া জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে ৩৩ জন শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মার্সেল ন্যাগি (Political Analyst)।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—সদস্য সচিব আতিক শাহরিয়া, যুগ্ম আহ্বায়ক কথা, অথোরাইজেশন টিমের মাশরাফি সরকার এবং বিশ্ববিদ্যালয় সমন্বয়কারী ওয়াসিফ।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া এবং দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠক শেষে সদস্য সচিব আতিক শাহরিয়া জানান, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় খুব শিগগিরই গণভোটের পক্ষে একটি ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে, যার বিস্তারিত তারা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবে।
তিনি আরও বলেন, ‘এই প্ল্যাটফর্মটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি ঐতিহাসিক প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কখনোই কোনো একক রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে যুক্ত হবে না, বরং গণতন্ত্র, জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।’