সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

দিনাজপুরে শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন ভাইস চেয়ারম্যান স্বর্গীয় কিশোর কুমার রায়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

মোঃ আরমান হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন সাদা মনের মানুষ দিনাজপুর সদর উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও শহর যুবলীগের সাবেক আহবায়ক আওয়ামীলীগ নেতা স্বগর্ীয় কিশোর কুমার রায়। ৩০ আগষ্ট সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। প্রথমে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এ ছাড়া শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন দিনাজপুর সদর উপজেলা পরিষদ, শহর ও কোতয়ালী আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, মহিলা লীগ, পুজা উদযাপন পরিষদ জেলা শাখাসহ রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাগফুরুল হাসান আব্বাসী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা যুবলীগের সাবেক সভাপতি এড. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, অসোক কুমার রায়, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, শিক্ষক নেতা মাাতলুবুল মামুন, আন্ত: শিক্ষাবোর্ড কর্মচারী ফেডারেশনের যুগ্ম মহাসচিব মাসুদ আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা তছলিম উদ্দিন, রাকিবুল হাসান সবুজ, ছাত্রলীগ নেতা আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলী শেষে কিশোর কুমার রায়কে ফুলতলা কেন্দ্রীয় শশ্মাণ ঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

 

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102