সম্প্রতি কণ্ঠশিল্পী তাহসান দেশের একটি সংবাদমাধ্যমে রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে কথা বলেছেন। জানিয়েছেন, যে গুজব ছড়িয়েছে তা সত্য। একসঙ্গে থাকছেন না তারা। কয়েক মাস ধরেই আলাদা থাকছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঘোষণা দেবেন।
জানা গেছে, গত জুলাইয়ের শেষদিক থেকেই আলাদা থাকছেন রোজা ও তাহসান। আর তাদের মধ্যকার দূরত্বের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রতিক্রিয়া জানাতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে নানা চর্চা হচ্ছে। অনেকেই জানতে চাচ্ছেন― কেন দ্বিতীয় বিয়েও ভেঙে গেল তাহসানের?
এ ব্যাপারে তাহসান একটি সম্প্রচার গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। এই কঠিন পরিস্থিতি থেকে সেরে ওঠার চেষ্টা করছি। দয়া করে আপনারা প্রার্থনায় থাকুন।
তিনি আরও বলেন, এ ধরনের খবর ও ফোনকলে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তিনি। নিজেকে আড়াল করার চেষ্টা করেও পারছেন না। এসব থেকে কিছুটা শান্তি চান। অনেক সংবাদ হচ্ছে। অনেক ফোন আসছে। আমি একটু শান্তি চাই।
উল্লেখ্য, তাহসান সংগীতশিল্পী হলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সংগীত ও অভিনয়, উভয় মাধ্যমেই দুর্দান্ত তিনি। ওপার বাংলা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি হয়ে বড়পর্দায়ও অভিনয় করেছেন।
২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। নিউইয়র্কে একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে রোজার।
এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে বিয়ে হয়েছিল তাহসানের। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে বিচ্ছেদ হয় মিথিলা ও তাহসানের।