তানজিলা আক্তার রুবি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান গৃহহীনের বাসস্থান” “আশ্রয়নের অধিকার -শেখ হাসিনার উপহার “এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদান পূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে । এরই অংশ হিসেবে নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান ৫ই ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার শুনই ইউনিয়নের ভরতোষী গ্রামে গুচ্ছগ্রাম -২ পর্যায় নির্মাণ কাজ পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন এডিসি রেভিনিউ দেওয়ান মোঃ তাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, জেলা কৃষকলীগের সভাপতি বাবু কেশব রঞ্জন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শুনই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ছানোয়ার উদ্দিন ছানু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ। উপজেলার শুনই, দুওজ এবং সুখারী এই তিনটি ইউনিয়নে গুচ্ছগ্রাম- ২ পর্যায় নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। উপজেলার সুখারি ইউনিয়নের সোনাজুর মৌজায় ২ একর ভূমির উপর ২০ টি, শুনই ইউনিয়নের ভরতোষী গ্রামে এক একর ৮৬ শতাংশ ভূমির উপর ৫০ টি ও দুওজ ইউনিয়নের শ্রীপুর চারিগাতিয়া মৌজায় ২৮ টি পরিবার পুনর্বাসনের কাজ চলছে। মোট ৯৮ জন ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করা হবে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রত্যেকটি ঘরের জন্য ১,৭১,০০০ টাকা হিসেবে ৯৮টি ঘর নির্মানে মোট ১ কোটি ৬৭ লক্ষ ৫৮ টাকা ব্যয় হবে। ইতোমধ্যে গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন আটপাড়া কেন্দুয়ার মাননীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক -৫ আল মামুন মুর্শেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ,হাজী খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া,উপজেলা, উপজেলা প্রকৌশলী,আল মুতাসিম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহযোগিতা করছেন।আশ্রয়ণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার নেতৃত্বে প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।আশা করা হচ্ছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে গৃহ নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হবে।