আমতলী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. বশির উদ্দিন মিয়া ভাড়াটিয়া মো. আব্দুল মান্নান ওরফে রনি(৩৫)কে ১ লক্ষ ২০ হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার করেছেন ।
থানা সূত্রে জানা যায়, বরগুনা সদর থানার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ গ্রামের হাজী সেকান্দার আলীর পুত্র মো. আব্দুল মান্নান দীর্ঘদিন যাবৎ আমতলী পৌরসভার ০৫ নং ওয়ার্ডের মোঃ বশির উদ্দিন মিয়ার বাড়ীতে ভাড়া থেকে জাল টাকার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শনিবার রাতে আমতলী থানা পুলিশের এস আই মো,. আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত জাল টাকা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।