সাদিয়া জাহান প্রভা। শোবিজ অঙ্গনের ব্যাপক আলোচিত অভিনেত্রী। ২০০৫ সালে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয়ে যাত্রা তার। বিজ্ঞাপনে পরিচিতি পাওয়ার পর নাটকে নিয়মিত অভিনয় করে অর্জন করেন জনপ্রিয়তা। যদিও মাঝে মধ্যে তার চলচ্চিত্রে কাজের গুঞ্জন শোনা গেছে, তবে টেলিভিশন নাটকেই মূলত তাকে বেশি দেখা গেছে। বর্তমানে নিয়মিত না হলেও মাঝেমধ্যে পর্দায় হাজির হন এই অভিনেত্রী।
সম্প্রতি ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডায় অংশ নেন প্রভা। শুরুতেই তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সামাজিক রীতির কারণেই এমন শুভেচ্ছা জানানো হয়, যদিও ব্যক্তিগতভাবে বিষয়টি তার খুব একটা পছন্দ নয়।’ তিনি বলেন, ‘শুভকামনা যেকোনো সময়ই জানানো যায়, তবে সৌজন্য হিসেবেও অনেক কিছু করা হয়—এটা তিনি বুঝতে পারেন।’
লাইভ চলাকালে ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দেন প্রভা। কাজকর্ম ও ব্যস্ততা নিয়ে প্রশ্নে স্বাচ্ছন্দ্যবোধ করলেও ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে নিয়ে প্রশ্ন আসতে শুরু করলে বিষয়টি এড়িয়ে যেতে চান তিনি।
একপর্যায়ে এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘বিয়ে, সন্তান, বিচ্ছেদ—এসব একান্তই ব্যক্তিগত বিষয়। এ ধরনের প্রশ্ন করা আসলে শালীনতার মধ্যে পড়ে না। প্রত্যেক মানুষের জীবন আলাদা, আর আল্লাহ যেদিন যা লিখে রেখেছেন, সেদিন সেটাই হবে। অল্লাহ চাইলে অবশ্যই বিয়ে হবে।’
২০১০ সালের ১৯ আগস্ট নাট্যপরিচালক চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিং করতে গিয়ে অভিনেতা অপূর্বর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান প্রভা। এরপর বিয়ের বন্ধনেও আবদ্ধ হন তারা। তবে সেই সংসার বেশিদিন টেকেনি, পরে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর অনেকটাই আড়ালে চলে গেলেও, সময়ের ব্যবধানে আবারও মাঝে মধ্যে অভিনয়ে দেখা যায় তাকে।