দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এখন পারিশ্রমিকের অঙ্কে নতুন নজির গড়ছেন। মাত্র কয়েক মিনিটের নৃত্য পরিবেশনার জন্য কোটি কোটি রুপি নিয়ে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি গোয়ার এক জমকালো অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট নেচে তামান্না নিয়েছেন ৬ কোটি রুপি।
২০২৫ সাল তামান্না ভাটিয়ার জীবনে ছিল ঘটনাবহুল। একদিকে ক্যারিয়ারে একের পর এক সাফল্য, অন্যদিকে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের যন্ত্রণা। বড়দিন থেকে নতুন বছর—সব উৎসবেই সামাজিক মাধ্যমে একক ছবিতে ধরা দিয়েছেন তিনি। তবে পুরো বছরজুড়ে দর্শক ছিল তার নাচের তালে তালে বুঁদ—‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ কিংবা ‘গুফর’ গানের সাফল্যেই তার প্রমাণ মিলেছে।
বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার এক জমকালো অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট নেচে তামান্না নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ প্রতি মিনিটে তার পারিশ্রমিক দাঁড়ায় এক কোটি রুপি। গোয়ার সমুদ্রসৈকতে আয়োজিত ওই অনুষ্ঠানে তার পারফরম্যান্স ঘিরে তৈরি হয় তুমুল উন্মাদনা।
অনুষ্ঠানে তামান্নাকে এক নজর দেখার জন্য দর্শকদের মধ্যে ছিল প্রবল আগ্রহ। চড়া দামে টিকিট বিক্রি হয়। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই করতালি, চিৎকার আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দর্শকদের উচ্ছ্বাস ছাপিয়ে যায় সব সীমা।
ওই অনুষ্ঠানে তামান্নার সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতসসহ আরও কয়েকজন শিল্পী। তবে আলোচনার কেন্দ্রে ছিলেন তামান্নাই।
ব্যক্তিগত জীবনে বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের খবর শিরোনামে থাকলেও পেশাগত জীবনে এক মুহূর্তের জন্যও থেমে নেই এই অভিনেত্রী। ‘আজ কি রাত’ গানের সাফল্যের পর একের পর এক জনপ্রিয় গানে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।
নতুন বছরেও তামান্না ভাটিয়ার ঝুলিতে রয়েছে একাধিক কাজ। বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, ২০২৬ সালেও নাচ ও অভিনয়ে তার দাপট অব্যাহত থাকবে।