রাজধানীর মিরপুরের পল্লবীতে অবস্থিত ট্রাস্ট মডেল একাডেমির মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নতুন বছরের শুরু এবং শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম টিপু, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এবং ইপিলিয়ন গ্রুপের সাবেক জেনারেল ম্যানেজার আব্দুর রহিম ঢালী এবং ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুস্তাকিমা ইসলাম মীম।
প্রধান অতিথির বক্তব্যে নুরে আলম তালুকদার বলেন, ‘কেবল মাত্র পুঁথিগত শিক্ষা একটি জাতির পূর্ণাঙ্গ বিকাশের জন্য যথেষ্ট নয়। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শ জাগ্রত করতে পারলেই দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন সম্ভব।’
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া এবং তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
তাছাড়া আজ ট্রাস্ট মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের মায়ের মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালের আজকের এই দিনে নুরে আলম তালুকদারের আম্মা ছকিনা বেগম মৃত্যুবরণ করেন। ২০১০ সালের ২২ ডিসেম্বর তার বাবা আবুল হাসেম তালুকদার মারা যান।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মুফতি মাওলানা তরিকুল ইসলাম।