বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

জকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও ভোট গণনার সময় জটিলতায় পড়েছে নির্বাচন কমিশন। গণনার সঠিকতা যাচাই করতে গিয়ে একটি ভোটে গরমিল ধরা পড়ায় প্রায় দুই ঘণ্টা ধরে ভোট গণনা কার্যক্রম স্থগিত রয়েছে।

নির্বাচন কমিশনার ও আইন বিভাগের অধ্যাপক মো. শহীদুল ইসলাম মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গণমাধ্যমকে জানান, ‘আমরা একটি সমস্যার মুখে পড়েছি। সমাধানের পথ খোঁজা হচ্ছে। যে সিদ্ধান্ত নেওয়া হবে, আশা করছি সবাই সেটি গ্রহণ করবে।’

মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং একটি হল সংসদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। এরপর সব কেন্দ্রের ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে ভোট গণনা শুরু করা হয়।

তবে মিলনায়তনে ভিড় বেড়ে যাওয়ায় প্রায় ১৫ মিনিট পর গণনা সাময়িক বন্ধ রাখা হয়। এ সময় শিক্ষার্থী ও সাংবাদিকদের বাইরে পাঠানো হয়। আধা ঘণ্টা পর পুনরায় গণনা শুরু হলেও গড়মিল ধরা পড়ায় সন্ধ্যা ৭টার দিকে আবারও গণনা বন্ধ করে দেওয়া হয়। রাত ৯টা পর্যন্ত গণনা পুনরায় শুরু করা সম্ভব হয়নি।

নির্বাচন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রথমে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ব্যালট গণনা শুরু করা হয়। যাচাইয়ের জন্য একই ব্যালট তিনটি ওএমআর মেশিনে গণনার পর আবার অন্য তিনটি মেশিনে ক্রসচেক করা হয়। তবে এই প্রক্রিয়ায় একটি ভোটের পার্থক্য দেখা দিলে সমস্যার সৃষ্টি হয়। কারিগরি এই ত্রুটির কারণ নির্ণয় করা না যাওয়ায় নির্বাচন কমিশন সাময়িকভাবে ভোট গণনা স্থগিত রাখে।

রাত ৯টার দিকে মাইকে দেওয়া ঘোষণায় অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, দুই দফায় গণনার ফল সমন্বয়ের চেষ্টা চলছে। কোথায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তা শনাক্ত করে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।

এর আগে বেলা ৩টায় ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময় শেষ হলেও কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের কারণে ভোটগ্রহণ চলে প্রায় বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গণনাকেন্দ্রে আনা হয়।

ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, প্রাথমিকভাবে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়ার আশা করা হচ্ছে। সব কেন্দ্রের তথ্য সংগ্রহ শেষে বিস্তারিত জানানো হবে। তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক ছিল।

তিনি আরও বলেন, ক্যাম্পাস তুলনামূলকভাবে ছোট এবং এটি প্রথমবারের মতো জকসু নির্বাচন হওয়ায় কিছু ছোটখাটো কারিগরি সমস্যা দেখা দিয়েছে। তবে ক্যাম্পাসের ভেতরে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট।

এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটারসংখ্যা ১৬ হাজার ৩৬৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।জকসু নির্বাচনে মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। সেগুলো হলো, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।

এ ছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি পদে লড়ছেন ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে লড়ছেন ৮ জন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির পর ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102