মোঃ শাহরিয়ার ফেরদৌস নাঈম, নলছিটি প্রতিনিধি :
আগামী ৩০শে জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকা সমূহে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে নানাবিধ প্রচার-প্রচারণা। নলছিটি পৌরসভাও এর ব্যাতিক্রম নয়। ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ ৩১শে জানুয়ারী। এতে মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন পাঁচ জন প্রার্থী।
এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেন বীর মুক্তিযোদ্বা ওয়াহেদ কবীর খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান। ইসলামি আন্দোলন বাংলাদেশের মননীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেন প্রসিদ্ধ ওয়ায়েজীন মাওলানা শাহজালাল হুসাইন। তাছাড়া স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক জননন্দিত মেয়র মোঃ কে এম মাছুদ এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ এসকেন্দার আলী খান।