মোঃ এবাদুল ইসলাম আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার নবাগত ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় করেন, আত্রাই উপজেলা ইয়াস মানবধিকার ক্রাইম সোসাইটি। আত্রাই থানা নিজ অফিস কক্ষে ওসি আবুল কালাম আজাদ নিজের পরিচয় তুলেধরেন।
এসময় তিনি তার পূর্বের কর্মস্থল জয়পুরহাট, রাজশাহী এবং নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের ও মানবধিকার কর্মীর সার্বিক সহযোগিতার কথা তুলেধরে তাদের ভূয়সী প্রসংসা করেন।
তিনি বলেন, মানবধিকার কর্মি -পুলিশ ভাই ভাই একজন আরেক জনের পরিপুরক। বাল্যবিয়ে এবং সমাজের অপরাধ মূলক সকল কার্যক্রমে সংগঠনের সদস্যদের বন্ধত্বমূলক সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরো বলেন মাদককে জিরো ট্লারেন্স করতে যা যা করণীয় আমি করবো, এতে যদি আত্রাই আমার না থাকা হয় এতেও কোনো সমস্যা নাই।
এলাকার সর্বসাধারণের জন্য সকল সময় ওসির দরজা খোলা আমার সাথে কথা বলতে কাহারো সহযোগিতার প্রয়োজন নাই বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোজাম্মেল হক, মোঃ এবাদুল ইসলাম উপজেলা পরিদর্শক (ইয়াস) মোঃ জিয়াউর রহমান আইন সম্পাদক (ইয়াস), মোঃ মিথন খন্দকার অর্থ সম্পাদক (ইয়াস) মোঃ সোহরাব খন্দকার সংস্কৃতি বিষয় সম্পাদক (ইয়াস)।