মোঃশফিকুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। আজ বুধবার (৩০শে ডিসেম্বর) সকাল ১০টায় দলীয় কার্যালয় জনতা ভবনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোতালেব হাওলাদার। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি সামসুল আলম মিয়া, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. ইব্রাহিম ফারুক, সাধারন সম্পাদক এনায়েত খান সানা, জেলা পরিষদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খাঁন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ, যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল কবির নিশাত প্রমূখ।
সভা শেষে দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র্যালী বের করেন। র্যালীটি পৌর শহরের প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।