বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

বাউফলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পতাকা,হুইল চেয়ার,ল্যাপটপ শীতবস্র বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

মোঃ নুরুজ্জামান মৃধা, বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালী বাউফল উপজেলায় ২৯শে ডিসেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয়ের মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ, অসচ্ছল ব্যক্তিদের মাঝে ঢেউ টিন বিতরণ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, তিনজন ভিক্ষুককে পুনর্বাসনের অংশ হিসেবে প্রাথমিক পুঁজি সহ একটি করে দোকান প্রদান, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে বিশেষ ভাতা বিতরণ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোতালেব হাওলাদার এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম (নিসু),সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান বালি, উপজেলা শিক্ষা অফিসার মো. নাজমুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া সহ মুক্তিযোদ্ধা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্য বলেন সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বিজয়ের মাসে সকল প্রতিষ্ঠানের মাঝে জাতীয় পতাকা বিতরণের মহান উদ্যোগকে স্বাগত জানান এবং মুজিববর্ষ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102