বিশ্বের যেখানেই যা কিছু ভাইরাল হয় সেটার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম। নতুন নতুন ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন লিকলিকে গড়নের এই মানুষটি। অভিনয়, প্রযোজনা থেকে শুরু করে গান সবকিছুই হিরো আলম করেন নিজের মতো করে।
এ ছাড়াও নানা কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন ফেসবুক ও ইউটিউবের ভাইরাল এই ব্যক্তি। সেসব ঘটনার ভিড়ে তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে। একই কারণে ফের আলোচনায় হিরো আলম।
পঞ্চমবারের মতো ভোটের মাঠে নামতে চেয়েছিলেন তিনি। বগুড়া-৪ আসন থেকে তুলেছিলেন মনোনয়নপত্র। কিন্তু সঠিক সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারেননি তিনি। সে জন্য ঢাকায় ফিরে নির্বাচন কমিশনের দরজায় কড়া নেড়েছেন তিনি।
হিরো আলম বলেন, ‘আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আপিল করেছি।’
হিরো আলমের আপিলের সেই আবেদনপত্র গণমাধ্যমের হাতে এসেছে, ‘সেখানে আমজনতা পার্টির প্রার্থী হিসেবে তিনি নির্বাচন কমিশনের বরাবরে লিখেছেন, ‘আমি আশরাফুল হোসেন আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচানে বগুড়া-৪ আসনে আমজনতার পার্টি থেকে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৯ ডিসেম্বর বগুড়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিতে যাই।’
‘সে সময় সেখানে প্রচণ্ড ভিড় থাকায় ৫টার পর ২ মিনিট অতিক্রান্ত হয়ে যায়। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন ফরম গ্রহণ করতে অস্বীকৃতি জানান। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। ইতিপূর্বে আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি। সেটি বিবেচনা করে ন্যায়বিচারের স্বার্থে আমার মনোনয়ন ফরম গ্রহণ করার আদেশ দানে মর্জি হয়।’
হিরো আলমের বিশ্বাস তিনি মনোনয়নপত্র দাখিলের সময় পাবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশও নেবেন।