স্টাফ রিপোর্টারঃ ২১’শতাব্দীর শুরু’কে নতুনত্বের বন্ধে আঁকড়ে নতুন পথের যাত্রী SM…tv এর শুভ উদ্বোধন করলেন জাতীয় দৈনিক আলোর দিগন্তের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ডাব্লিউ এইচসি বাংলাদেশের প্রেস এবং মিডিয়া পরিচালক এম এ মুহিবউল্লাহ হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সংবাদ ও সংবাদ কর্মী উভয় যেন এক মেল বন্ধ তাই সত্য’কে সত্য আর মিথ্যা’কে মিথ্যা হিসেবে বুকে সাহস নিয়ে সাংবাদিকতায় এগিয়ে যেতে হবে। কোন প্রকার হলুদ সাংবাদিকতার আশ্রয় নেয়া যাবেনা বলে বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরো বলেন দেশে এক প্রকার দুর্ভিক্ষ চলছে নিরবে,কেউ খেয়ে মরছে আবার কেউ না খেয়ে মরছে। সরকার যা সহযোগিতা দিচ্ছে আমলাতান্ত্রিক ক্ষমতার কারণে তা সাধারণ মানুষের নাগালের বাইরে বলে জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমেদ, তিনি বলেন সাংবাদিকের কলমে লেখনী হবে দেশ ও জাতির মুক্তির অগ্রদূত, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ হলে অন্যায় ও দূর্নীতি দুটোই কমবে। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজ আলম, আজিজুল হক, দেলোয়ার হোসেন, ফিরোজ আলম, মুন্সি মোকলেছ উদ্দীন আশিক প্রমুখ। মিরপুর ১১ নং সেকশনের প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে শতাধিক সংবাদ কর্মী ও স্টাফদের উপস্থিতিতে কেক কেটে SMtv এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।