নেত্রকোণা প্রতিনিধি :নেত্রকোণা আটপাড়া ব্রুজের বাজার সংলগ্নে ইটাখলা ব্রিজ পাড়াপাড়ে দূর্ভোগে পড়ছে সাধারণ মানুষ । ব্রুজের বাজার কে কেন্দ্র করে চলছে বিভিন্ন অবৈধ স্থাপনা থেকে শুরু করে ব্রিজের উপর অটোরিকশা -মিশুক , কাঁচা বাজার ইত্যাদি ।
এই ব্রিজ টা আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়ন হয়ে ইটাখলা সহ অনেক ইউনিয়নের সাথে যোগাযোগ করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ব্রিজের দুপাশে বিভিন্ন অবৈধ স্থাপনা ও ব্রিজের উপরে অটোস্টেশন থাকার কারণে পথ যাত্রী ও যানবাহন চলাচল করতে পারে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ও এখন পর্যন্ত কোন সমাধান পেলেন না আটপাড়ার মানুষ।
এদিকে আটপাড়া ব্রোজের বাজার ইজারাদরা ব্রিজও ভূমি অফিসের ভিতর ও দোকান বসিয়ে আদায় করছে ২০-২৫০ টাকা। বাজারের ইজারাদারসহ সংলিষ্ট ক্ষমতাবান লোক থাকায় জনগণ কিছুই বলতে পারেনা।
এলাকাবাসী জানায় ব্রিজের দুপাশে অটো রিকশা আমাদের অনেক অসুবিধা হচ্ছে অটোরিকশা কমিটিকে বারবার বলেও লাভ হচ্ছে না তাদের কাজ তারা প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আবার বাজারের দিন ও ইজারাদার কাঁচা বাজারের দোকান বসিয়ে দিচ্ছে। তাই প্রশাসন যেনও এর সমাধান করে আমাদের চলার সুযোগ করে দেন।
ইজারাদার এর সাথে মোঠুফোনে যোগাযোগ করলে তিনি জানান ,বাজারের জায়গা কম থাকায় দোকানদারকে বিভিন্ন জায়গায় বসাতে হয়। ভ্যাটসহ অনেক টাকা এবং জায়গা ইজারা নিয়েছি সব মিলিয়ে লোকসান হবে। তবে এটা আর হবে না বলে ও তিনি জানান।