রফিকুল ইসলাম:পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাধীন চরমোন্তাজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাইলাবুনিয়া গ্রামের বাসিন্দা গৃহহীন অসহায় বৃদ্ধ সামসুল হক পায় নি মুজিব বর্ষের ঘর। সামসুল হক তার স্ত্রী কে নিয়ে মানবেতর জীবনযাপন করছে এই বৃদ্ধ দম্পতি। তাদের নেই থাকার মতো একটা জায়গা বর্ষাকালে খুব কষ্টে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করে তাও বিভিন্ন যায়গায় জোড়াতালি দিয়ে। বর্ষা শেষে বাড়ির আঙ্গিনায় একটি পাটি বিছিয়ে জীবনযাপন করেন তারা।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর দিচ্ছে, কিন্তু এই গৃহহীন অসহায় বৃদ্ধ সামসুল হক পাচ্ছে না সেই মুজিব বর্ষের ঘর। আধুনিক তার ছোয়া যেন তার সপ্নই রয়ে গেল পুরন হলোনা আজ-ও ।
অসহায় এই বৃদ্ধ সামসুল হক বলেন, আমি ঠিক মতো তিন বেলা খাইতে পারি না এক বেলা খেলে দুবেলা না খেয়ে থাকতে হয়, আমার একটা থাকার ঘর নাই, আমি কোন রিলিপের চাউল পাই না যাদের ঘরবাড়ি যায়গা জমি আছে তারা রেশন কার্ডের চাউল জেলে চাউল পায়, আমারে একটা রেশন কার্ডও কেউ দেয় না। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে মুজিব বর্ষের ঘর চাই,
ঘর না পেলে থাকবো কোথায় আমার এখানে থাকতে খুব কস্ট হয় ।