বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

দেশের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখা ছয় জন বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রথমবারের মতো ‘এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ফাউন্ডার অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই নতুন অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি ২০২৬, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস (আশুলিয়া) আয়োজিত ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের উপস্থিতিতে তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বীয় ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসাবে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

এ বছর যারা এই সম্মাননা পাচ্ছেন : অধ্যাপক নিয়াজ আহমেদ খান (উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়)—শিক্ষা নেতৃত্ব, গবেষণা ও জ্ঞানচর্চায় ভূমিকার জন্য; ড. মাহমুদুর রহমান (সম্পাদক, দৈনিক আমার দেশ)—সাংবাদিকতা ও মিডিয়া নেতৃত্বের জন্য; এ এন এম এহসানুল হক মিলন (সাবেক প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়)—শিক্ষা নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে ভূমিকার জন্য; অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক (চেয়ারম্যান, বাংলা একাডেমি)—বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় অনন্য অবদানের জন্য; ড. মোহাম্মদ আইয়ুব মিয়া (প্রধান নির্বাহী কর্মকর্তা, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট; চেয়ারম্যান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি)—সামাজিক সেবায় অবদানের জন্য; ড. মুহাম্মদ আবদুল বারী (যুক্তরাজ্যের মুসলিম ও বৃহত্তর কমিউনিটির নেতা; সাবেক সেক্রেটারি জেনারেল, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন)—সামাজিক সেবা ও প্যারেন্টিং শিক্ষায় অবদানের জন্য।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে তিন দশক ধরে উচ্চশিক্ষা প্রসার, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও কর্মের মাধ্যমে দেশ গঠনে অনুকরণীয় ভূমিকা রাখা ব্যক্তিদে স্বীকৃতি দেওয়া সম্ভব হবে। ৩০তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, নীতিনির্ধারক, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102