বাইকিং কমিউনিটির পরিচিত মুখ ফাহিম হোসেন রনি (Fahim Hosen Roni) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
স্থানীয় সূত্র ও সফরসঙ্গীদের তথ্য অনুযায়ী, ঘটনার সময় রনি তার সফরসঙ্গীদের থেকে কিছুটা এগিয়ে ছিলেন। পরে একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পর তাকে দ্রুত চান্দিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় রনির হেলমেট ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি মাথায় আঘাত পান। তবে আগুনে দগ্ধ হওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বর্তমানে মরদেহ ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রনির অকাল মৃত্যুতে বাইকিং কমিউনিটিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)