সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে ডাকসু ভিপি লেখেন, সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান প্রদানের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় সাদিক কায়েমকেও বিষয়টি জানানো হলে তিনি তা গ্রহণ না করার সিদ্ধান্ত নেন।সাদিক কায়েম বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না রেখে কেবল নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নিরাপত্তা নিশ্চিত করা ন্যায়সংগত নয়। তার দাবি, দেশের সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি।
তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে সাবেক সরকারের পতনের পর মানুষের প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের কারণে জননিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে।
ডাকসু ভিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা গেলে নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ তৈরি হতো না। বরং প্রশ্ন উঠছে—এখনো কেন সেই প্রত্যাশা পূরণ হয়নি।সাদিক কায়েম বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে, অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়ার প্রস্তাব আসছে—এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া তার পক্ষে কঠিন।
তিনি বলেন, নিরাপত্তা সবার প্রয়োজন। তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু নির্দিষ্ট মানুষের জন্য সীমাবদ্ধ থাকে, তাহলে তা ন্যায়বিচারের পরিপন্থি। দেশের সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র-জনতা যখন এখনো অনিরাপদ, তখন ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি নিজের জন্য সঠিক মনে করেন না।
সাদিক কায়েম আরও বলেন, দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণই তার মূল দাবি।