বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই আনকাট সেন্সর। তথাকথিত মসলাদার সিনেমায় কোনো দিনই দেখা যায়নি তাকে। অন্য ধারার সিনেমার মাধ্যমেই দর্শকমনে পাকা জায়গা করে নিয়েছেন ‘পার্চড’ নায়িকা। বলিউডে তার ফিল্মি ক্যারিয়ার যে মসৃণ ছিল, তেমনটি নয়। আজকের এই জনপ্রিয় নায়িকা বহুবার ‘রিজেকশন’-এর মুখোমুখি হয়েছেন এবং এখনও হচ্ছেন।
এবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বোমা ফাটিয়েছেন রাধিকা আপ্তে। বলেছেন, সেখানে নাকি তার কাজের অভিজ্ঞতা সুখকর ছিল না। কয়েকটি সিনেমায় কাজ করতে গিয়ে কঠিন সময় পার করেছেন তিনি।
রাধিকা বলেন, দক্ষিণের একটি সিনেমায় শুটিংয়ের সময় সেক্সি দেখানোর জন্য জোর করে গোপনাঙ্গে প্যাড ব্যবহার করতে বলেছিলেন পরিচালক। এমনকি স্তনে ও নিতম্বে প্যাডিং যুক্ত করতে বলেছিলেন।
তবে এমন কাজ কোন পরিচালক করতে বলেছিলেন, তার নাম প্রকাশ করেননি রাধিকা আপ্তে।
অভিনেত্রী বলেন, শুটিং সেটে আমিই ছিলাম একমাত্র নারী। আমার কোনো ম্যানেজার ছিল না, কোনো এজেন্ট ছিল না। দলটিতে সবাই পুরুষ ছিল। সেদিন প্রথমবারের মতো আমি বুঝতে পেরেছিলাম, ওহ মাই গুডনেস।
অভিনেত্রী বলেন, আমি দক্ষিণ ভারতের সিনেমাকে নিচু করার চেষ্টা করছি না। সেখানে ভালো পরিচালকও রয়েছে। এমনকি প্রতিটি ইন্ডাস্ট্রিতে অবিশ্বাস্য সিনেমা তৈরি হচ্ছে।
তবে এবারই প্রথম নয়, এর আগেও ইন্ডাস্ট্রির নোংরা দিকের সঙ্গে পরিচিত হয়েছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নিজের শরীরকে বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল তাকে। তাকে প্রথমে নাকের সার্জারি আর তারপর স্তন ট্রান্সপ্লান্ট করার কথাও বলা হয়েছিল। এমনকি পা, থুতনি, গালেও অস্ত্রোপচার করার পরামর্শ দেওয়া হয়েছিল।
এসব পরামর্শকে কোনো দিনই গায়ে মাখেননি রাধিকা আপ্তে। আসলে শরীরে যত্ন নেওয়ায় বিশ্বাসী হলেও সেটি পাল্টে ফেলতে রাজি নন তিনি। পাশাপাশি নিজের অভিনয় দক্ষতাকে ঘষে-মেজে আরও নিখুঁত করে তুলতেই বেশি মনোযোগ দেন অভিনেত্রী।
রাধিকা আপ্তে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, বাংলা, মালয়ালামসহ বেশ কয়েকটি ভাষায় অভিনয় করেছেন। সম্প্রতি তার দুটি ওটিটি সিরিজে দেখা গেছে। সালি মোহাব্বত, যা জি-৫-এ মুক্তি পেয়েছে এবং রাত আকেলি হ্যায়-দ্য বনসাল মার্ডারস, যা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।