পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলানয়তন হলে বুধবার দিবব্যাপি বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় ১০৫৫ ও ১০৫৬ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের সমাপনিতে কালিায়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় আরো বক্তৃতা করেন, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক আবু সাঈদ, গাজীপুর জেলা যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, কালিয়াকৈর উপজেলা স্কাউট কমিশনার জাহাঙ্গীর আলম,উপজেলা সম্পাদক মজিবুর রহমান,মাসুদ রানা প্রমূখ। পরে অংশগ্রহনকারীদের মাঝে সদনপত্র বিতরন করা হয়। কোর্সে কালিাকৈর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১০৩ জন শিক্ষক প্রশিক্ষার্থী হিসেবে এবং ৮জন প্রশিক্ষক যোগদান করেন।