পুনম শাহরীয়ার ঋতু,নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকা থেকে মঙ্গলবার রাতে মনি সরকার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার (২৩শে ডিসেম্বর )সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মনি সরকার গত ১৩ তারিখে নেত্রকোনা এলাকা থেকে তার ভাই সুজিতের বাসায় গাজীপুরে বেড়াতে আসেন। গতকাল মঙ্গলবার সকালে সুজিতের স্ত্রী মনি সরকারকে বাসায় রেখে প্রতিদিনের মত স্থানীয় কারখানায় কাজ করতে যান।
সুজিতের স্ত্রী কাজের শেষে রাত দশটার দিকে বাসায় এসে দেখেন ঘরে মনি সরকারের মরদেহ ফ্যানের সাথে ঝুলছে।
পরে এলাকাাবাসী পুলিশ কে খবর দিলে ,পুলিশ ঘটনাস্থলে এসে
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।