বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:
গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকায় রোববার পৃথক দুইটি অগ্নিকান্ডে বাসাবাড়ির ৩৪টি কক্ষ পুড়ে গেছে । অগ্নিকান্ডে কমপক্ষে ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকরা দাবী করেছেন । ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, কোনাবাড়ীর দেওয়ালিয়া বাড়ি বেলতলা এলাকায় আলম মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এসময় ওই বাড়ির ৬টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে । কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
অন্যদিকে, সকাল ৯টার দিকে কোনাবাড়ী কেন্দ্রীয় মসজিদের পিছনে সম্ভু সরকারের বাড়িতে আগুন লেগে ২৮টি কক্ষ ও কক্ষে থাকায় সমস্ত মালামাল পুড়ে গেছে । জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হামিদ মিয়া জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে । তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

এএসবিডি/এমএমএ

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102