মডেল ও লেখিকা সিফাত নুসরাত নতুন প্রজন্মের আলোচিত মুখগুলোর অন্যতম। দীর্ঘদিন ধরে মিডিয়ায় বহুমুখী কাজ করে দর্শকদের নজর কেড়েছেন। এবার নিজের লেখা গল্প দিয়ে সিনেমায় অভিনয়ের বড় পর্দায় নাম লিখতে যাচ্ছেন।
নুসরাত যে গল্পে অভিনয় করছেন সেটি একটি সুপার ন্যাচারাল ঘরানার, যা বাংলাদেশে এই ধরনের কাজের ক্ষেত্রে নতুন মাত্রা আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এই গল্পের লেখক নিজেই সিফাত নুসরাত। গল্পের একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।তার সঙ্গে আরও কাজ করছেন পরিচালক কিশোর নিল, জিলান ও এক্সিকিউটিভ প্রডিউসার সাহেল রনি।