মোঃবাবলু আলী রাজশাহী//রাজশাহী চারঘাট উপজেলার ২নং শলুয়া ইউনিয়ন পরিষদের হলিদা গাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি অযত্ন-অবহেলায় এখন ময়লা-আবর্জনা ফেলার ভাগারে পরিনত হয়েছে। অথচ বিষয়টি নজরে নেইনি হলিদা গাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষরা।
সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, হলিদা গাছী সরকারি ভবনের সম্মুখে শহীদ মিনারটি দীর্ঘদিন ধরেই অযত্ন অবহেলায় পড়ে আছে আজ ১৬ডিসেম্বর বিজয় দিবস ও স্বাধীনতা দিবস এলেও এটি পরিস্কার পরিচ্ছন্ন করে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় না। আর সারাবছর ওই শহীদ মিনারটির কোনো খোঁজ রাখে না কেউ।
এবিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা বলেন হলিদা গাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি অযত্ন-অবহেলায় পড়ে আছে বিষয়টি আমি অবগত ছিলাম না এখন যেহেতু আমি জানলাম এবিষয়ে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।
এব্যাপারে হলিদা গাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক :অর্চনা রানী মালাকারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, শহীদ মিনারটি সংরক্ষণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসটি পালনের জন্য উদ্যোগ না নেয়ার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আশাকরি পরবর্তিতে এমন ভুল আর হবে না।