মোঃ শাহরিয়ার ফেরদৌস নাঈম, নলছিটি প্রতিনিধি//আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে মনোনয়ন প্রত্যাশীদের কাটছে ব্যাস্ত সময়। তারই অংশ হিসেবে স্বল্প পরিসরে জনসংযোগ করছেন কেউ কেউ। আজ ১৬ ডিসেম্বর বিকেলে সংক্ষিপ্ত পথসভা করেন সাবেক মেয়র এবং নলছিটি পৌর আওয়ামীলীগের সভাপতি মাসুম খান।তিনি আজ বিকেলে নলছিটির বাসস্ট্যান্ডস্থ বিজয় উল্লাস-৭১ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভা করনে।
এ পথসভার শুরুতে তিনি উপস্থিত সকলকে তার সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানান। এবং তিনি সবসময় নলছিটি পৌরসভার মানুষের সাথে আছেন এবং থাকবেন একথা ব্যাক্ত করেন।এসময় পথসভায় বক্তব্য কালে তিনি নলছিটি পৌরসভার জন্য বিগত সময়ে করা তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। এসম তিনি বলেন যে, তিনি নিজের জন্য নয়, বরং নলছিটি পৌর এলাকার সার্বিক উন্নয়ন এবং সবসময় পৌরবাসীর জন্য সাথে থাকার জন্যই তিনি এ নির্বাচনে অংশগ্রহণ করতে চান। এসময় তিনি নলছিটি, ঝালকাঠি দুই আসনের এমপি এবং আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আমির হোসেন আমু সাহেবের কাছে পৌরসভার মেয়র পদের জন্য আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রার্থনা করেন। পরিশেষে তিনি বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর কল্যান কামনা করে পথসভাটির সমাপ্তি ঘোষণা করেন।