শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেছে রাবি শিক্ষার্থীরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ আবারও অবরোধ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল সোয়া ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার রেললাইনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।

এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধ শিক্ষার্থীরা- ‘সবাই পায় ছয়মাস, আমরা কেন দুইমাস?’, ‘বৈষম্য বিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাই নাই’, ‎‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘আমার ভাই অনশনে পিএসসি কি করে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, ‘আমাদের একটাই দাবি, সেটা হলো লিখিত পরীক্ষার সময় পিছিয়ে একটা যৌক্তিক সময় নির্ধারণ করা। আমরা চাই দ্রুত পড়ার ফেরার টেবিলে ফিরে যেতে।’আরেক আন্দোলনকারী এবং রাবি শাখা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাবই পোষণ করে রেখেছে৷ শনিবার আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজশাহী রেলওয়ে কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আজও আমরা পজিটিভ কোনো উত্তর পাইনি।’

তিনি আরও বলেন, ‘দ্রুত সময়ে নতুন সময় নির্ধারণ করে পিএসসি থেকে নোটিশ প্রদান করতে হবে। আর তারা তা না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

এর আগে শনিবার বিকেল থেকে রেললাইন অবরোধ করে আন্দোলন করেন তারা। যার ফলে উত্তরবঙ্গের সাথে সারাদেশের প্রায় ৬ ঘন্টা রেলযোগাযোগ বন্ধ থাকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102