পুনম শাহরীয়ার ঋতু ,ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে শনিবার ভোরে পুলিশ ছিনতাই করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার পর তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি গ্রামের আব্দুস সামাদ মোল্লাহর ছেলে মামুন হোসেন (৩৫), একই উপজেলার চন্দ্রা এলাকার সামছুল হকের ছেলে আলাল হোসেরন(২৮), একই উপজেলার পল্লীবিদ্যূৎ মন্ডলপাড়া এলাকার পলাশ মন্ডলের ছেলে মারুফ মন্ডল (২২)।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কালিয়াকৈর- নবীনগর সড়কের নন্দন পার্কের সামনে পথচারী আব্দুল আলীম নামের এক ছাত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে গভীর জঙ্গলে নিয়ে যায়। পরে পথচারী আলামীন হোসাইন কাছে থাকা একটি মোবাইল সেট, নহদ সাড়ে সাত হাজার পাকা ও শরীরের জামা খুলে রেখে ছেলে দেয়। ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেয়ে পথচারী আলামীন হোসাইন কালিয়াকৈর থানাকে ঘটনাটি খুলে বলেন। পরে পুলিশ পথচারী আলামীন হোসাইনের মোবাইল টেকিং করেন। ছিনতাইকারীর লোকেশন বের করে বাড়ইপাড়া বাজারের একটি দোকানে বসে থাকা অবস্থায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।
এসআই আবু সাইদ জানান,ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোবাইল টেকিংয়ের মাধ্যমে ছিনতাইকারীদের লোকেশন বের করি। পরে বাড়ইপাড়া এলাকার একটি দোকানে বসে থাকা তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের গাজীপুর কোট হাজতে প্রেরণ করা হয়েছে