শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

সিন্দুকছড়িতে ‘ইউপিডিএফ’র প্ররোচনায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা

আব্দুর রহিম,খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে ৮ম শ্রেণির এক উপজাতীয় স্কুলছাত্রী(১৪)কে গায়ে হাত লাগার ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রে এলাকায় সাপ্প্রদায়িক দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয়।
জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে এক উপজাতীয় ছাত্রী স্কুলে যাওয়ার পথে এক ব্যাবসায়ী গাড়িতে কলা তোলার সময় ওই স্কুলছাত্রীর গায়ে ব্যবসায়ীর হাতের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত উপজাতি লোকজন ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে “মব” তৈরী করে।
খবর পেয়ে  সিন্দুকছড়ি জোনের  একদল সেনাসদস্য ও গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করে। এতেও ইউপিডিএফের সমর্থিত পিসিপিসহ লোকজন বাধা প্রদান করে।  স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে  বিক্ষোভ প্রদর্শন করছে।  ঘটনাস্থলে  গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার সেনাবাহিনী ও পুলিশ  অবস্থান করছে। বর্তমানে এ নিয়ে উত্তেজনা চলমান রয়েছে।
স্হানীয়দের কথা বলে জানাগেছে স্কুল ছাত্রীর পিতা ইউপিডিএফের সক্রিয় সদস্য হিসেবে আটক হয়েছিল, যার ফলশ্রুতিতে তুচ্ছ ঘটনাকে বড় আকার ধারন করতে মরিয়া ইউপিডিএফ।  গুইমারা উপজেলায় পাহাড়ী ও বাঙালী সাধারণ মানুষের বদ্ধমূল ধারনা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ আগামী নির্বাচনকে সামনে রেখে গুইমারা উপজেলায় হট্রগোল সৃষ্টি করে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে যাতে তারা সাম্প্রদায়িক ইস্যুকে ভর করে সুবিধা করতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করতে পারে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102