শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

পদ্মায় জেলের জালে সাড়ে ২২ কেজির বিপন্ন ঢাই মাছ, বিক্রি হলো লক্ষ টাকায়

ফিরোজ আহমেদ, রাজবাড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
দেশীয় প্রজাতির সুস্বাদু অনেক মাছই এখন বিলুপ্তির পথে। ক্যাটফিস জাতীয় ঢাই মাছ সে ধরনেরই একটি বিপন্ন প্রজাতি। কোথাও কোথাও শিলং নামেও এটি পরিচিত। দেখতে আকর্ষণীয় ও পুষ্টিগুণে অনন্য এ মাছের আবাস পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন নদীতে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে গোয়ালন্দের দৌলতদিয়া চর কন্যেশন এলাকায় পদ্মা নদীতে জাল ফেলে বিপন্ন প্রজাতির এ রকম একটি ঢাঁই মাছ ধরেন স্থানীয় জেলে জীবন হালদার। মাছটির ওজন সাড়ে ২২ কেজি।

আজ ভোর ৬ টার দিকে মাছটি বিক্রির জন্য স্হানীয় মোঃ আনোয়ার খার মৎস্য আড়তে আনা হলে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লক্ষ ৩ হাজার ৯৬০ টাকা দিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান।

পরে তিনি দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যাবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১ লক্ষ ৮ হাজার ৪৮০ টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে জীবন হালদার বলেন, আমার ৮৫ বছর বয়সের ইতিহাসে এই প্রথম প্রায় ২৩ কেজি ওজনের ঢাই মাছ দেখলাম। এর আগে এত বড় ঢাই মাছ কারো জালে পরেনি। এই মাছ মূলত সর্বোচ্চ ১০-১৫ কেজি পর্যন্ত ধরা পরেছে। বহুদিন পর একটা মাছ পেয়েছি এবং দামও ভালো পেয়েছি। আমি খুশি।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ঢাই মাছ দেশীয় বিপন্ন প্রজাতির মাছ। এখন সচারাচর এই মাছ নদীতে পাওয়া যায় না। ঢাই মাছ এখন প্রায় বিলুপ্তির পথে। যার কারনে বাজারে ঢাই মাছের দাম অনেক বেশি। নদী দূষনের ফলে ঢাই মাছ হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের জন্য ঢাই মাছ ধরে রাখা কঠিন হয়ে পরেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102